যুক্তরাষ্ট্রে আর্টস ফেস্টিভ্যালে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি ‘আর্টস ফেস্টিভ্যালে’ গোলাগুলিতে অন্তত একজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2018, 03:26 PM
Updated : 17 June 2018, 03:26 PM

আহতদের মধ্যে ১৩ বছরের এক কিশোরসহ চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বিবিসি।

পুলিশ জানায়, নিউজার্সির ট্রেনটনে শনিবার রাতে একটি আর্টস ফেস্টিভ্যাল উপভোগ করতে প্রায় এক হাজার মানুষ জড়ো হয়েছিল।

স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে অন্তত দুই ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে।

সন্দেহভাজন বন্দুকধারীদের একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং অন্যজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্থানীয় এক প্রসিকিউটর।

অ্যাঞ্জেলো নিকোলো নামে এক ব্যক্তি ভাইকে নিয়ে অনুষ্ঠান উপভোগ করছিলেন।

তিনি বলেন, গোলাগুলির আওয়াজ শুরু হওয়ার পর লোকজন সড়ক ধরে দৌড়তে শুরু করে।

“আমি দুই পুলিশ কর্মকর্তাকে এক ব্যক্তিকে নিয়ে যেতে দেখি। তার পায়ে গুলি লেগেছিল এবং ব্যান্ডেজ করা ছিল।”

স্থানীয় দুস্থ শিল্পীদের সাহায্য করতে গত ১২ বছর ধরে ‘ট্রেনটন আর্ট অল নাইট ফেস্টিভ্যাল’ আয়োজন করা হচ্ছে।

শনিবার বিকাল থেকে এ আয়োজন শুরু হয়েছিল, যা রোববার বিকাল পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু গোলাগুলির ঘটনার পর আয়োজন বাতিল হয়ে যায়।

এ ঘটনার জন্য আয়োজকরা দুঃখ প্রকাশ করেছেন।