পাকিস্তানে আফগান কূটনীতিকদের সতর্ক করল গুগল

পাকিস্তানে আফগান কূটনীতিকরা সরকার-সমর্থিত ডিজিটাল হ্যাকারদের হ্যাকিং এর শিকার হচ্ছে বলে সতর্ক করেছে গুগল। তাদের ইমেইল পাসোয়ার্ড চুরির চেষ্টা চলছে বলে সতর্ক করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2018, 05:52 PM
Updated : 27 May 2018, 05:52 PM

আফগান দূতাবাসের কর্মকর্তারা বিবিসি’কে জানিয়েছেন, দূতাবাসের দুই কূটনীতিক এবং তাদের মেইল একাউন্ট এ মাসে গুগলের কাছ থেকে সতর্কসংকেত পেয়েছে।

এছাড়া, গুগলের সতর্ক সংকেত পাওয়ার পর আরেক আফগান কূটনীতিকের একাউন্ট হ্যাক হয়েছে এবং সেখান থেকে তার অজ্ঞাতসারে সন্দেহজনক সংযুক্তিসহ ইমেইলও পাঠানো হয়েছে। এসব ইমেইলে পশতুন প্রটেশকন মুভমেন্ট (পিটিএম) এর  বিভিন্ন বিক্ষোভের ছবি আছে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, পাকিস্তানের সেনাবাহিনীর সমালোচনায় সরব কর্মীদের ফোন এবং কম্পিউটারে ম্যালওয়ার ইনস্টল করে দেওয়ার চেষ্টা চলেছিল।

এই অভিযোগের ব্যাপারে পাকিস্তানের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। তবে এরপরই আফগান দূতাবাসের কর্মকর্তারা গুগলের কাছ থেকে এলার্ট পাওয়ার কথা জানালেন।

পশতুন প্রটেশকন মুভমেন্ট (পিটিএম) পাকিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য সেনাবাহিনীকে দায়ী করে আসছে। পিটিএম কর্মীদের বিক্ষোভগুলো সহিংস না হলেও বিতর্কিত। কারণ, তারা পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর সরাসরি সমালোচনা করে থাকে।

ওদিকে, পাকিস্তানের সেনাবাহিনীর সমর্থকরা পাল্টা অভিযোগ করে বলে আসছে, পিটিএম আফগানিস্তানের গোয়েন্দা বাহিনীর পক্ষ হয়ে কাজ করছে।

আফগানিস্তান এবং পাকিস্তান দু’দেশ বরাবরই একে অপরের বিরুদ্ধে নিরাপত্তা ক্ষুন্ন করার চেষ্টা চালানোর অভিযোগ করে আসছে।

আফগান দূতাবাসের এক কর্মকর্তা বিবিসি কে বলেছেন, কূটনীতিকের একাউন্ট থেকে পাঠানো ইমেইলগুলো যারা পেয়েছে তারা আফগান দূতাবাস পিটিএম আন্দোলনের সঙ্গে জড়িত- এমন ধারণা করতে পারে বলে তিনি উদ্বিগ্ন।