আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, বহু মানুষ হতাহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নগরী কান্দাহারে বোমা বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছে।

>>রয়টার্স
Published : 22 May 2018, 03:19 PM
Updated : 22 May 2018, 03:19 PM

এতে করে দেশটিতে মুসলিমদের পবিত্র ‍রমজান মাসেও সহিংসতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

মঙ্গালবারের এ বিস্ফোরণ এবং হতাহতের সংখ্যা নিয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় নি। তাৎক্ষণিকভাবে হামলার দায়ও কেউ স্বীকার করেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া ও ধূলার বিশালাকৃতির মেঘ দেখা গেছে।

প্রাথমিকভাবে কর্মকর্তারা একটি মিনিবাসে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণের কথা বললেও পরে যানবাহন মেরামতের দোকানের কাছে দুইটি বিস্ফোরক ভর্তি কন্টেইনার বিস্ফোরণের খবর দিয়েছেন।

কান্দাহারের একটি হাসপাতালের প্রধান নেমাতুল্লাহ বারাক বলেন, বিস্ফোরণে ১৬ জন নিহত এবং অন্তত ৩৮ জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই শিশু।

এখনো অ্যাম্বুলেন্সে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বারাক। নিহত ও আহতের সংখ্যা আরো বেশি হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, এনডিএস গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, গাড়ি মেরামতের দোকান আছে এমন একটি এলাকার খোলা মাঠে বিস্ফোরকগুলো সনাক্ত করা হয়েছিল। কিন্তু সেগুলো নিষ্ক্রিয় করায় আগেই বিস্ফোরিত হয়।