ইয়েমেনের মারিব শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

ইয়েমেনের মারিব শহরে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2018, 06:28 AM
Updated : 22 May 2018, 06:28 AM

মঙ্গলবার বার্তা সংস্থা এসএবিএ এ সংবাদ জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির রাজধানী সানা থেকে ১২০ কিলোমিটার পূর্বের এ শহরটি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির সরকারের নিয়ন্ত্রণে আছে।

এসএবিএর সংবাদে বলা হয়েছে, “মারিবের নগর কেন্দ্রর একটি জনপ্রিয় জনবহুল মার্কেট লক্ষ্য করে ইরান সমর্থিত হুতিরা কাতিউশা ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এতে পাঁচ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।”

সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনীর সমর্থনে হাদি সরকার ইরানপন্থি হুতি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। ২০১৫ সাল থেকে চলা এ লড়াই দেশটিকে দুর্ভিক্ষের প্রান্তে নিয়ে গেছে।