৪০ বছর পর স্বজনদের মেলাল ইউটিউব ভিডিও

পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ৪০ বছর পর ইউটিউব ভিডিও’র মাধ্যমে আবারো স্বজনদের দেখা পেয়েছেন ৬৬ বছরের এক সাবেক ভারতীয় সেনা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2018, 05:36 PM
Updated : 19 April 2018, 05:36 PM

মনিপুরের রাজধানী ইম্ফলের বাসিন্দা খমদ্রাম গম্ভীর সিং ১৯৭৮ সালে হঠাৎ  করেই নিখোঁজ হয়ে যান। ওই সময় তার বয়স ছিল ২৬ বছর।

গত অক্টোবরে ফিরোজ শাকরি নামে এক স্ট্রিট ফটোগ্রাফার মুম্বাইয়ের বেশ কিছু ছবি তোলা ও ভিডিও করার পর তা ইউটিউবে প্রকাশ করেন, যা ভাইরাল হয়।

ভিডিও’তে গম্ভীর সিংকে পুরান দিনের হিন্দি গান গেয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে দেখা যায়। গম্ভীরের এক ভাতিজা ভিডিওটি দেখার পর তার কাকা খমদ্রাম কুলাচন্দ্রাকে জানান।

কুলাচন্দ্রা ইম্ফল পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা মুম্বাই পুলিশকে গম্ভীরের একটি ছবি পাঠায়। ওই ছবি ধরে মুম্বাই পুলিশ বান্দ্রার একটি এলাকা থেকে মানবেতর জীবনযাপন করতে থাকা গম্ভীরকে খুঁজে বের করে।

‘দ্য হিন্দু নিউজপেপার’কে কুলাচন্দ্রা বলেন, “যখন আমার এক ভাতিজা আমাকে ভিডিওটি দেখায় তখন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমরা তাকে ফিরে পাওয়ার সব আশা ছেড়ে দিয়েছিলাম।”

পুলিশ পরিদর্শক পণ্ডিত ঠাকরে বিবিসি’কে বলেন, “আমরা তাকে একটি রেলস্টেশনের বাইরে খুঁজে পাই। তার অবস্থা খুব খারাপ ছিল।”

কুলাচন্দ্রা বলেন, গম্ভীর সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করতেন। ১৯৭৮ সালে বিয়ে করার অল্প কয়েকদিন পর তিনি বাড়ি ছাড়েন।

বৃহস্পতিবার মুম্বাই থেকে ইম্ফল পরিবারের কাছে ফিরে গেছেন এই বৃদ্ধ।