পাকিস্তানে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলায় নিহত ২, আহত ৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় খ্রিস্টান সম্প্রদায়ের ওপর বন্দুক হামলায় অন্তত দুই জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 08:12 AM
Updated : 16 April 2018, 08:12 AM

রোববার একটি গির্জার কাছে এ হামলায় আরো পাঁচ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ডননিউজ টেলিভিশন। 

কোয়েটার ডিআইজি আব্দুর রাজ্জাক চিমা জানিয়েছেন, রোববারের প্রার্থনা শেষে কোয়েটার এশা নাগরি এলাকার একটি গির্জা ছেড়ে চলে যাওয়ার সময় লোকজনের ওপর হামলার ঘটনাটি ঘটে।

অজ্ঞাত হামলাকারীরা মোটরসাইকেল যোগে এসে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পালিয়ে যায়।

আহতদের কোয়েটার বোলান মেডিক্যাল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

চলতি মাসের প্রথমদিকে কোয়েটায় এক খ্রিস্টান পরিবারের চার সদস্য রিক্সায় করে যাওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছিল। ওই হামলাকারীরাও মোটরসাইকেলে করে এসে গুলিবর্ষণের পর পালিয়ে গিয়েছিল।

এর আগে ডিসেম্বরে একই শহরের অপর একটি গির্জায় আত্মঘাতী হামলায় নয় জন নিহত ও ৩০ জন আহত হয়েছিলেন।