আফগানিস্তানজুড়ে হামলায় সৈন্যসহ নিহত ২৭

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কয়েকটি স্থানে তালেবান ও ইসলামিক স্টেটের (আইএস) হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2018, 09:12 AM
Updated : 24 Feb 2018, 12:26 PM

শনিবারের এসব হামলায় নিহতদের অধিকাংশ সৈন্য বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা, খবর বিবিসির।

সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনাটি ঘটেছে দেশটির পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে। শনিবার ভোররাতে এখানে সেনাবাহিনীর একটি ফাঁড়িতে তালেবান জঙ্গিদের আকস্মিক হামলায় ২২ সৈন্য নিহত হয়।

হামলাকারী তালেবানদের পক্ষেও ‘বহু হতাহত’ হয়েছে এবং বহু অস্ত্র জব্দ করা হয়েছে বলে দাবি করেছে আফগান সামরিক বাহিনী। 

একইদিন রাজধানী কাবুলে এক আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত তিন কর্মকর্তা নিহত হন। কাবুলের কেন্দ্রস্থলের কূটনৈতিক এলাকায় নিজের শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটায় ওই আত্মঘাতী বোমারু। 

আফগানিস্তানের টেলিভিশন চ্যানেল টোলোনিউজকে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, “যখন বড় ধরনের বিস্ফোরণের শব্দটি শুনি তখন কাছেই গাড়ি চালাচ্ছিলাম আমি। আমার গাড়ির জানালা ভেঙে পড়ে। আমার কাছেই রাস্তায় বেশ কয়েকজন আহতকে পড়ে থাকতে দেখি।”

জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলায় দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এসব হামলার পর দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশেও আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এ হামলায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং শিশু ও নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

চলতি মাসে আফগানিস্তানজুড়ে জঙ্গি হামলার সংখ্যা বেড়ে গেছে, এসব হামলায় প্রায়ই সেনাবাহিনীকে লক্ষ্যস্থল করা হচ্ছে।

গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত আরো আক্রমণাত্মক কৌশলের প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হচ্ছে বলে মনে করছেন কিছু বিশ্লেষক।

আফগানিস্তানের বড় একটি অংশ তালেবান জঙ্গিদের নিয়ন্ত্রণে আছে, অপরদিকে আইএসের জঙ্গিদের নিয়ন্ত্রণে আছে ছোট কয়েকটি জেলা। কিন্তু উভয় গোষ্ঠীই পুরো আফগানিস্তানজুড়ে হামলার সক্ষমতা দেখিয়েছে।

কখনো কখনো গোষ্ঠী দুটি পরস্পরের বিরুদ্ধেও লড়াইয়ে লিপ্ত হয়।