চুরির অভিযোগে যুবককে পিটিয়ে খুন, মারধরের সেল্‌ফি

চুরির অভিযোগে আদিবাসী এক যুবককে বেঁধে বেধড়ক পেটানো হচ্ছে। আর সেই নৃশংসতাকে ফ্রেমবন্দি করতে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে জনতা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2018, 03:39 PM
Updated : 23 Feb 2018, 04:01 PM

ভারতের কেরালায় ঘটেছে চরম অমানবিক এ ঘটনা।  যারা মারধর করছিল তাদের কেউ কেউ ঘটনাটির ভিডিও তুলেছে।

বৃহস্পতিবার আত্তাপাড়ি এলাকার এ ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই ওই যুবককে পিটিয়ে মারার অভিযোগে পুলিশ দুইজনকে গেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম মধু (৩০)। তিনি মানসিক ভারসাম্য হীন। বনে-বাদাড়েই ঘুরে বেড়াতেন। খাবার এবং দোকান থেকে জিনিসপত্র চুরির অভিযোগে তাকে নৃশংসভাবে মারধর করা হয়।

মারের চোটে মধু কাতর হয়ে পড়লেও তাকে ঘিরে জড়ো হওয়া জনতার জোশে কোন কমতি দেখা যায়নি ভিডিওতে। বেধড়ক মারধরের পর তারা মধুকে পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর জখম মধুকে হাসপাতালে নেওয়ার সময় তার রক্তবমি শুরু হয় এবং তিনি মারা যান।

কেরালা পুলিশের ডিজি অপরাধীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “চুরির ঘটনা ঘটলেও অপরাধীকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। আইনকে হাতে নেওয়া কখনওই উচিত নয়।”

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এ ঘটনার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।