ব্যবসায় আর পুরুষের অনুমতি লাগবে না সৌদি নারীদের

সৌদি আরবের নারীরা স্বাধীনভাবে নিজস্ব ব্যবসা শুরুর অধিকার পেয়েছে। এখন থেকে স্বামী বা কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই নারীরা ব্যবসা শুরু করতে পারবে।

নিউজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2018, 06:18 PM
Updated : 19 Feb 2018, 06:18 PM

সৌদি আরব সরকার বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে।

সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে বলেছে, “অভিভাবকের সম্মতি প্রমাণ করা ছাড়াই নারীরা এখন তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারবে এবং সরকারের ই-সেবা থেকে সুযোগ-সুবিধা নিতে পারবে।”

এর মধ্য দিয়ে সৌদি আরবে কঠোর অভিভাবকত্ব নীতিতে বড় ধরনের পরিবর্তন সূচিত হল।

সৌদি আরবের অভিভাবকত্ব নীতিতে, যে কোনো সরকারি কাজ করা, কোথাও ভ্রমণ করা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলেও নারীদেরকে তাদের স্বামী, বাবা বা ভাইয়ের অনুমতি প্রমাণ করতে হত।

সম্প্রতি সৌদি আরব সরকার সংস্কার কর্মসূচির আওতায় দেশের বেসরকারি খাত সম্প্রসারণ করার পাশাপাশি নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিচ্ছে।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এবং দেশের যুবসমাজের জন্য একটি খোলামেলা ও আধুনিক সমাজ গড়ার উদ্যোগ নিয়েছেন।

এর পরিপ্রেক্ষিতেই সরকার নারীদের ওপর আরোপিত নানা বাধা-নিষেধ তুলে নিচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়।