২য় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ঘোরতর বিপদে জাপান

উত্তর কোরিয়ার অবিরাম উস্কানিতে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখনই সবচেয়ে ঘোরতর বিপদের মুখে আছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2018, 06:35 PM
Updated : 4 Jan 2018, 06:35 PM

জাপানের জনগণকে রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার অঙ্গীকারও করেছেন তিনি।

উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিশেষ করে, সেপ্টেম্বর এবং নভেম্বরে দেশটির সবচেয়ে বড় ষষ্ঠ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর থেকে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বেড়েছে। এ ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম বলে উত্তর কোরিয়া দাবি করেছে।

জাপানের প্রধানমন্ত্রী আবে নতুন বছরের এক সংবাদ সম্মেলনে বলেছেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান যে এখন নিরাপত্তার দিক দিয়ে সবচেয়ে অরক্ষিত পরিবেশে আছে তা বললে অতুক্তি হবে না। আমি যে কোনো পরিস্থিতিতেই জনগণের জীবন রক্ষা করব এবং তাদের শান্তিপূর্ণ জীবনযাত্রা অক্ষুন্ন রাখব।”

জাপান প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে নতুন নতুন পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন আবে। তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি।

গত মাসে জাপান রেকর্ড পরিমাণ সামরিক বাজেট অনুমোদন করেছে।