ভেনেজুয়েলার শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল ব্রাজিল

ব্রাজিলে নিযুক্ত ভেনেজুয়েলার শীর্ষ কূটনীতিক জেরার্দো দেলগাদোকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে ব্রাজিল সরকার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2017, 12:19 PM
Updated : 28 Dec 2017, 03:43 AM

কারাকাস থেকে ব্রাজিলের রাষ্ট্রদূত হুই পেরেইরাকে বহিষ্কারের কয়েকদিনের মাথায় দেলগাদোকে নিয়ে এ ঘোষণা এল।

ব্রাজিলের সাবেক বামপন্থি প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে অবৈধ উপায়ে অভিশংসিত করার অভিযোগ তুলে দেশটির রাষ্ট্রদূতকে বহিস্কারের কথা জানিয়েছিল ভেনেজুয়েলা।  অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে গতশনিবার কানাডার শার্জ দ্য অ্যাফেয়ার্সকেও ভেনেজুয়েলা বহিষ্কার করেছে।

এর পাল্টা জবাবে কানাডাও মঙ্গলবার ভেনেজুয়েলার শার্জ দ্য অ্যাফেয়ার্সকে বহিষ্কারের পদক্ষেপ নেয়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কট্টর সমালোচক দেশগুলোর মধ্যে ব্রাজিল ও কানাডা অন্যতম। মাদুরো সরকার বিরোধীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ তাদের।