১৫ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিশর

মিশরের সিনাই উপদ্বীপে ২০১৩ সালে নিরাপত্তারক্ষীদের উপর হামলার অভিযোগে দোষীসাব্যস্ত ১৫ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিশর।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2017, 03:34 PM
Updated : 26 Dec 2017, 03:34 PM

বিবিসি জানায়, মঙ্গলবার মিশরের ‍উত্তরের দুইটি কারাগারে এ দণ্ড কার্যকর করা হয়।

২০১৩ সালের অগাস্টে মিশরের সিনাই-গাজা সীমান্তে রাফা শহরের কাছে পুলিশ সদস্যদের বহনকারী দুইটি বাসে জঙ্গি হামলায় ২৪ পুলিশ নিহত হয়।

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারককে ক্ষমতাচ্যুত করার পর গত কয়েক বছরে সিনাইয়ে জঙ্গি হামলা বহুগুণ বেড়েছে।

পুলিশ ও সেনাসদস্যরাই বেশিরভাগ সময় ওই সব হামলার শিকার হয়েছে।

গত সপ্তাহেও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ে নর্থ সিনাই বিমানবন্দরে একটি হেলিকপ্টার উড়িয়ে দেয়। ওই হামলায় এক সেনাকর্মকর্তা নিহত এবং দুইজন আহত হয়।

এর আগে নভেম্বরে নর্থ সিনাইয়ে একটি মসজিদে বন্দুক ও বোমা হামলায় আড়াইশ’র বেশি মানুষ নিহত হয়।

ওই হমলার পর সিনাই উপদ্বীপ থেকে জঙ্গি নির্মূলে সেনাবাহিনীকে তিন মাসের সময় বেঁধে দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি।