রাজস্থানে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ৩২

ভারতের রাজস্থান রাজ্যের ডুবি এলাকার কাছে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নদীতে পড়ে অন্তত ৩২ যাত্রী নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2017, 05:14 AM
Updated : 23 Dec 2017, 07:34 AM

শনিবার সকালে সাওয়াই মাধোপুর জেলার এ ঘটনায় আরো বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

বাসটি লাল সোথ থেকে যাত্রীদের নিয়ে প্রায় ৬৫ কিলোমিটার দূরে সাওয়াই মাধোপুর যাচ্ছিল।

যাওয়ার পথে ১০০ ফুট উঁচু একটি সেতু থেকে বাসটি বানাস নদীতে পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার সময় ১৬ বছর বয়সী এক কন্ডাক্টর বাসটি চালাচ্ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোর বয়সী ওই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর বাসটি নদীতে পড়ে যায় বলে জানিয়েছেন অভিযোগকারীরা। 

পুলিশের এক ঊর্ধতন কর্মকর্তা বলেছেন, “বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।”

ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী দল জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বাসটির সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং নিহতদের সবার লাশ খুঁজে পাওয়া গেছে।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

সাওয়াই মাধোপুরের এসপি মাম্মান সিং বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছেন, যাত্রীদের মধ্যে উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, রাজস্থান ও আসামের লোকজন ছিলেন এবং তাদের মধ্যে বেশ কয়েকজন জেলার মালারান চৌর মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছিলেন।

এক টুইটে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।