রাশিয়ায় সন্ত্রাসী হামলা ঠেকাল সিআইএ!

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) দেওয়া তথ্যেই সেন্ট পিটার্সবুর্গে ‘সন্ত্রাসী হামলা’ ঠেকিয়ে দিয়েছে রাশিয়ার নিরাপত্তা বাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2017, 07:25 PM
Updated : 17 Dec 2017, 07:53 PM

পিটার্সবুর্গের কাজান ক্যাথেড্রালসহ কয়েকটি স্থানে গত শনিবার জঙ্গিরা বোমা হামলা চালানোর ছক কষেছিল বলে জানিয়েছেন ক্রেমলিনের কর্মকর্তারা।

সিআইএ’র সহায়তায় তা শেষ পর্যন্ত বানচাল হওয়ায় ফোন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলোও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার হুমকির তথ্য তাদেরকে দেবে।

রাশিয়ার এফএসবি নিরাপত্তা সংস্থা শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকদের একটি চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে। বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রও উদ্ধার করেছে। ওই চক্রই ধর্মীয় প্রতিষ্ঠান কাজানস্কি ক্যাথেড্রালে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল।

এছাড়া, আরো কয়েকটি জনসমাগম এলাকায় তারা বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রেমলিন।

তথ্য দিয়ে সহায়তা করার জন্য সিআইএ পরিচালক ও সংশ্লিষ্ট অন্যান্যদের রাশিয়ার পক্ষ থেকে ধন্যবাদ পৌঁছে দিতে ফোনে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ জানান পুতিন।

গত বৃহস্পতিবারের পর এ নিয়ে দু’বার ফোনে কথা হল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুই প্রেসিডেন্টের।