হন্ডুরাসে হেলিকপ্টার বিধ্বস্ত, প্রেসিডেন্টের বোনসহ নিহত ৬

বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান আর্লান্দো হার্নান্দের বোনসহ ছয়জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2017, 05:32 AM
Updated : 17 Dec 2017, 05:32 AM

শনিবার তাদের বহনকারী ইউরোকপ্টার এএস৩৫০ এখিরউইল হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে হন্ডুরাসের সামরিক বাহিনী, খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

নিহত ৫১ বছর বয়সী হিলদা হার্নান্দে তার ভাই হুয়ানের ঘনিষ্ঠ পরামর্শদাতা ছিলেন। প্রেসিডেন্ট হুয়ান ২৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রাজনৈতিক বিবাদে জড়িয়ে পড়েছেন এবং এখনো পর্যন্ত বিবাদ অমিমাংসিত অবস্থায়ই রয়ে গেছে।

বোন হিলদা তার সরকারের সাবেক যোগাযোগমন্ত্রী ছিলেন।   

হিলদা ও তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি রাজধানী তেগুতিগালপার তনকন্তিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে উত্তর-পশ্চিমে প্রায় ৮০ কিলোমিটার দূরের শহর কোমাইয়াগুয়ায় যাচ্ছিল।

এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পর তাদের খোঁজে দুটি পর্যবেক্ষণ গোয়েন্দা হেলিকপ্টার পাঠানো হয়েছিল, কিন্তু ঝড়ো আবহাওয়ার কারণে গোয়েন্দা হেলিকপ্টার দুটি ফিরে আসতে বাধ্য হয়; পরে তাদের খোঁজে স্থলপথে আরেকটি দল পাঠানো হয়। 

বিবৃতিতে সশস্ত্র বাহিনী বলেছে,“হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে, কিন্তু কাউকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি।”

হেলিকপ্টার বিধ্বস্তের কারণ তারা তদন্ত করে দেখবে বলেও জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্র রয়টার্সকে বলেছেন, “হেলিকপ্টারটিতে হিলদা হার্নান্দেসহ ছয়জন ছিলেন, তাদের সবাইকে মৃত পাওয়া গেছে।” 

প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই হন্ডুরাসে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সরকারি ফলাফল অনুযায়ী, নির্বাচনে টেলিভিশন তারকা মধ্য-বামপন্থি প্রার্থী সালভাদর নাসরাল্লা ক্ষমতাসীন রক্ষণশীল প্রেসিডেন্ট হুয়ান থেকে এক দশমিক ছয় শতাংশ ভোটে পিছিয়ে আছেন।

কিন্তু নির্বাচনের এই ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির প্রধান দুই বিরোধী দল ও কূটনীতিকদের বড় একটি অংশ।