কানাডায় শীর্ষ ধনাঢ্য ব্যবসায়ী ও স্ত্রীর ‘রহস্যজনক মৃত্যু’

কানাডার এক শীর্ষ ধনাঢ্য ব্যবসায়ী ও তার স্ত্রীকে তাদের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, তাদের মৃত্যুকে ‘রহস্যজনক’ বলে বর্ণনা করেছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2017, 05:30 AM
Updated : 16 Dec 2017, 09:33 AM

শুক্রবার টরেন্টোতে নিজেদের বাড়ির বেইজমেন্টে ব্যারি শেরম্যান ও তার স্ত্রী হানির মৃতদেহ পাওয়া যায় বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

বিবিসি জানায়, বিশ্বজুড়ে ‘জেনেরিক’ ওষুধ বিক্রয়কারী কোম্পানি অ্যাপোটেক্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারি কানাডার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। জনসেবক বা দাতা হিসেবেও তার খ্যাতি ছিল।

ব্যারি ও তার স্ত্রীর মৃত্যুর বিষয়ে পুলিশ খুব বেশি তথ্য দেয়নি, তারা মৃতদেহের পরিচয়ও নিশ্চিত করেনি। ঘটনায় স্তম্ভিত বন্ধু ও কর্মকর্তারা পরে ব্যবসায়ী ও তার স্ত্রীর নাম জানায়।

“কথা হারিয়ে ফেলছি। আমার প্রিয় বন্ধু ব্যারি ও তার স্ত্রী হানিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তারা ছিলেন চমৎকার মানুষ, অসাধারণ দাতা এবং স্বাস্থ্যসেবায় অনন্য নেতা,” টুইটারে বলেন কানাডার অন্টারিও প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী এরিক হসকিনস।

পুলিশের এক মুখপাত্র জানান, শুক্রবার বিকালের আগে ব্যারির বাড়ি থেকে ইমার্জেন্সি সার্ভিসে ফোন দেওয়া হয়েছিল।

“তাদের মৃত্যুর ঘটনাটি সন্দেহের সৃষ্টি করছে এবং আমরা সেভাবেই ব্যবস্থা নিচ্ছি,” বলেন পুলিশের কনস্টেবল ডেভিড হপকিনস।

ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী ব্যারির ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল প্রায় তিনশ ২০ কোটি ডলার। তিনি ১৯৭৪ সালে অ্যাপোটেক্স ইনকরপোরেশন প্রতিষ্ঠা করেন; এটি এখন বিশ্বের সপ্তম বৃহত্তম ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তার স্ত্রীর মৃত্যুকে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে অ্যাপোটেক্স।

“এ খবরে অ্যাপোটেক্সের সবাই গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। এই কঠিন সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা তাদের পরিবারের সঙ্গে আছে,” বিবৃতিতে বলে তারা। 

ব্যারি-হানি দম্পতির চারটি সন্তান আছে বলে জানিয়েছে বিবিসি।