ট্রাম্প প্রতিপক্ষরা যুক্তরাষ্ট্রের ক্ষতি করছে: পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষরা গত বছরের নির্বাচনে রাশিয়ার যোগসাজশের বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করে যুক্তরাষ্ট্রের ক্ষতি করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 04:44 PM
Updated : 14 Dec 2017, 04:49 PM

বার্ষিক এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের প্রচার শিবির এবং রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে যে যোগাযোগ হয়েছে তা একটি নিয়মিত স্বাভাবিক ব্যাপার।

ট্রাম্পকে শ্রদ্ধা করে যারা তাকে নির্বাচিত করেছে সেদিকে যুক্তরাষ্ট্রের বিরোধীদল তাকিয়ে দেখছে না বলেও পুতিন অভিযোগ করেন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার আঁতাতের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, মস্কো নির্বাচনী ফল ট্রাম্পের অনুকূলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এমন অভিযোগ অস্বীকার করেছেন।