গাজা সীমান্ত ক্রসিং বন্ধ করেছে ইসরায়েল

গত সপ্তাহ থেকে ফিলিস্তিনিদের ক্রমাগত রকেট হামলার জবাবে গাজা সীমান্ত পারাপার এলাকা বন্ধ করেছে ইসরায়েল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 01:51 PM
Updated : 14 Dec 2017, 01:51 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার পর থেকে ক্ষুব্ধ ফিলিস্তিনিরা ইসরায়েলে নতুন করে রকেট ছুড়তে শুরু করেছে।

ইসরায়েল বৃহস্পতিবার গাজা সীমান্ত ক্রসিং বন্ধ করল। এর আগে একইদিন ভোরের দিকে ইসরায়েল ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের দল হামাসের তিনটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, হামাসের প্রশিক্ষণ শিবির এবং অস্ত্রাগার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। সীমান্তে উত্তেজনার সময়ে সাধারণত হামাসের এ স্থাপনাগুলো খালি পড়ে থাকে।

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে গাজায় পণ্যপরিবহনের প্রধান সীমান্ত পারাপার এলাকা কেরেম শালোম ক্রসিং এবং পায়ে হেঁটে সীমান্ত পারাপার এলাকা ইরেজ বৃহস্পতিবার বন্ধ রাখা হবে।”

তবে কতক্ষণ ক্রসিং বন্ধ থাকবে তা বিবৃতিতে জানানো হয়নি।

গত ৬ ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জেরুজালেম ঘোষণার পর থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনিরা প্রায় ১৫ টি রকেট ছুড়েছে। তবে এসব রকেট হামলায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি বা কোনও ক্ষয়ক্ষতি হয়নি।