দ. কোরিয়ার আকাশে যুক্তরাষ্ট্রের সুপারসনিক বি-১বি ল্যান্সার

কোরিয়া উপদ্বীপে বৃহত্তর যৌথ বিমান মহড়ায় দক্ষিণ কোরিয়ার আকাশে সুপারসনিক বি-১বি ল্যান্সার বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2017, 01:24 PM
Updated : 6 Dec 2017, 01:41 PM

উত্তর কোরিয়ার দেওয়া হুমকির মধ্যেই গত সোমবার থেকে ‘ভিজিল্যান্ট এইস’ নামের এ বার্ষিক মহড়া শুরু হয়েছে। চলবে শুক্রবার পর্যন্ত।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি জানায়, বি-১বি ল্যান্সার বোমারু বিমানটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আরও কয়েকটি জঙ্গি বিমানের সঙ্গে একটি সামরিক ঘাঁটিতে বোমা বর্ষণের মহড়ায় অংশ নিয়েছে।

উত্তর কোরিয়া সদ্য ওয়াশিংটনে আঘাত হানতে সক্ষম দাবি করে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এ মহড়া শুরু করেছে।

উত্তর কোরিয়াকে শক্তি প্রদর্শনের জন্যই এ মহড়া চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্র এর আগেও উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার পর শক্তিমত্তা জানান দিতে বোমারু বিমানের মহড়া দিয়েছে।

এবারের মহড়ায় ২৩০টিরও বেশি আকাশযানের পাশাপাশি ছয়টি এফ-২২ ও এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমানও অংশ নিয়েছে।                                                                            

‘ভিজিল্যান্ট এইসে’ দক্ষিণ কোরীয় সেনাদের পাশাপাশি মেরিন ও নৌবাহিনীর সেনাসহ যুক্তরাষ্ট্রের প্রায় ১২ হাজার সেনা অংশ নিচ্ছে।

এতে অংশ নেওয়া আকাশযানগুলো যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আটটি সামরিক ঘাঁটি থেকে আকাশে উড়ছে।

এই মহড়াকে যুদ্ধের উস্কানি অভিহিত করে এর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।