দেয়ালে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ লেখায় পাকিস্তানি গ্রেপ্তার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুরে দেয়ালে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ লেখায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2017, 09:48 AM
Updated : 5 Dec 2017, 10:00 AM

ম্যাচ ফ্যাক্টরির ২০ বছর বয়সী কর্মী সাজিদ শাহ শ্লোগানটি লেখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ, খবর বিবিসির। 

ভারত ভাগ হওয়ার পরও ফার্সি পরিভাষা ‘হিন্দুস্তান’ রিপাবলিক অব ইন্ডিয়াকে বোঝাতে ব্যবহৃত হয়ে আসছে।

সাজিদ পুলিশকে জানিয়েছেন, তিনি বলিউডের সিনেমা ও এর সংগীত পছন্দ করেন এবং একজন অভিনেতা হতে চান। 

আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাকিস্তানের আইনে যদিও শ্লোগানটি নিষিদ্ধ নয়, তারপরও সাজিদের বিরুদ্ধে ৫০৫ ধারায় বিদ্রোহ, সামরিক বাহিনীর সদস্যদের জীবনকে হুমকির মুখে ফেলা ও রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ আনা যেতে পারে।

এ ধরনের অভিযোগের সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাবাস।

সাজিদকে পুলিশের হেফাজত থেকে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

তদন্তকারী কর্মকর্তা আব্দুল রেহান জানিয়েছেন, চার ভাইয়ের মধ্যে সাজিদই সবচেয়ে বড়, বাবা মারা যাওয়ার পর থেকে তার উপার্জনেই চলে তাদের সংসার।

স্কুলের পড়াশোনা ছেড়ে ম্যাচ ফ্যাক্টরিতে চাকরি নিয়েছিল সে।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, হরিপুরের মাখান বস্তির একটি ঘরের দেওয়ালে ওই শ্লোগানটি লেখা রয়েছে বলে খবর পায় পুলিশের একটি টহল দল।

“পুলিশ ওই ঘরের দরজায় টোকা দেওয়ার পর এক যুবক বের হয়ে আসে। সে জানায় শ্লোগানটি সেই লিখেছে,” বলা হয়েছে ওই প্রতিবেদনে।