নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৫০

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2017, 12:02 PM
Updated : 21 Nov 2017, 12:02 PM

বিবিসি জানায়, আদামাওয়া রাজ্যের মুবি শহরে মঙ্গলবার ফজরের নামাজ পড়তে বহু মানুষ মসজিদে জড় হয়েছিল। ওই ভিড়ের মধ্যে আত্মঘাতী হামলা হয়।

হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটির  ইসলামপন্থি জঙ্গি দল বোকো হারাম প্রায়ই এ ধরনের হামলা চালায়।

রয়টার্স জানায়, ২০১৪ সালের নাইজেরিয়ার বরনো, আদামাওয়া ও ইওবে রাজ্যের দখল নিয়ে নিজেদের খেলাফত ঘোষণা করেছিল বোকো হারাম।

পরে যৌথ বাহিনীর সহায়তায় ২০১৫ সালের শুরু দিকে তাদের সেখান থেকে বিতাড়িত করা হয়।

যদিও জঙ্গি দলটি মাঝে মধ্যেই মসজিদ বা জনাকীর্ণ স্থানে আত্মঘাতী হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের প্রমাণ দেয়।

এবারের হামলার পেছনেও বোকো হারামের হাত আছে বলে ধারণা পুলিশের।

এ বছর নাইজেরিয়ায় এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। গত বছর ডিসেম্বরে আদামাওয়া রাজ্যেই স্কুলের দুই শিক্ষার্থী আত্মঘাতী হামলা চালালে ৫৬ জন নিহত হয়েছিল।

মঙ্গলবারে হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করে পুলিশের মুখপাত্র আবুবকর ওথমান বলেন,“হামলায় এরই মধ্যে ৫০ জন নিহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সে কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।”