পাকিস্তানে নববধূর বিরুদ্ধে ‘দুধে বিষ মিশিয়ে’ ১৫ জনকে হত্যার অভিযোগ

পাকিস্তানের মুজাফফরগড়ে এক নববধূর বিরুদ্ধে ‘দুধে বিষ মিশিয়ে’ স্বামীসহ শ্বশুরবাড়ির ১৫জনকে হত্যার অভিযোগ এনেছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2017, 06:01 AM
Updated : 1 Nov 2017, 09:54 AM

আসিয়া বিবি নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিষক্রিয়ায় আক্রান্ত আরও ৮জনকে কাছাকাছি শহর মুলতানের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সেপ্টেম্বরে আসিয়াকে তার অমতে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। যার শোধ তুলতেই দুধে বিষ মেশানোর ঘটনা।

পাকিস্তানের দুর্গম ও দরিদ্র এলাকাগুলোতে এই ধরণের জোর করে বিয়ে দেওয়ার ঘটনা প্রায়শই ঘটে বলে জানিয়েছে বিবিসি।

স্বামীকে হত্যার উদ্দেশ্যেই দুধে বিষাক্ত উপাদান মিশিয়েছিলেন আসিয়া। স্বামী ওই দুধ পান না করলেও পরে তা দিয়েই লাচ্ছি বানানো হয় এবং বাড়ির সবাইকে দেওয়া হয়।

সেই বিষ মেষানো লাচ্ছি খেয়ে বৃহস্পতিবার প্রথম দফাতেই আট জন মারা যান।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আসিয়া এর আগেও শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। তার কথিত প্রেমিক ও প্রেমিকের আন্টিকেও গ্রেপ্তার করা হয়েছে। 

মুজাফফরগড় পুলিশের কর্মকর্তা আওয়াইজ আহমাদ মালিক জানান, দুধে কি ধরণের বিষ মেশানো হয়েছে তা রাসায়নিক পরীক্ষা শেষে বলা যাবে।

আসিয়াসহ গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনেও অভিযোগ আনা হয়েছে বলে জানান আওয়াইজ।

“এই ধরনের ভয়াবহ অপরাধ থেকে স্থানীয়রা যেন দূরে থাকে সেই জন্যই প্রাথমিকভাবে এই অভিযোগ যুক্ত করেছি; যদিও পরে আদালত এগুলো বাদ দিয়ে দেয়,” বলেন তিনি।