কাতালুনিয়ার স্বায়ত্তশাসন স্থগিতের পথে স্পেন

কাতালুনিয়ার নেতা কার্লোস পুজদেমন স্বাধীনতা ঘোষণা করার হুমকি দেওয়ার পর উত্তর-পূর্ব অঞ্চলটির স্বায়ত্তশাসন স্থগিত করার পদক্ষেপ নিয়েছে স্পেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2017, 09:02 AM
Updated : 19 Oct 2017, 10:27 AM

বিবিসি জানিয়েছে, স্পেন সরকার শনিবার থেকেই কাতালুনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করার ঘোষণা দিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, কাতালুনিয়ার শাসনভার নিতে সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ কার্যকর করার জন্য ওইদিন মন্ত্রিসভার বৈঠক হবে।

এর আগে কাতালান নেতা পুজদেমন বলেছিলেন, স্পেনের ‘দমননীতি চলতে থাকলে’ আঞ্চলিক পার্লামেন্ট স্বাধীনতার প্রশ্নে ভোটের আয়োজন করবে।

এই পদক্ষেপে ওই অঞ্চলে অস্থিরতা শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

বিবৃতিতে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় বলেছেন, “কাতালুনিয়ার স্বশাসিত সরকারের ক্ষেত্রে বৈধতা পুনর্বহাল করার জন্য স্পেনের সরকার সংবিধানের ১৫৫ অনুচ্ছেদে নির্দেশিত পথে এগিয়ে যাবে।”

একনায়ক জেনারেল ফ্রাঙ্কোর মৃত্যুর তিন বছর পর ১৯৭৮ সালে গণতান্ত্রিক শাসনের শুরুতে নতুন সংবিধান চালু করে স্পেন। ওই সংবিধানের ১৫৫ অনুচ্ছেদে সঙ্কটজনক পরিস্থিতি সামাল দিতে মাদ্রিদের হাতে সরাসরি শাসনভার দেওয়া হয়। তবে এর আগে দেশটিতে কখনোই ওই অনুচ্ছেদ ব্যবহার করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

কাতালুনিয়ায় বিতর্কিত গণভোট আয়োজনের পর থেকেই মাদ্রিদ ও বার্সেলোনার নেতাদের মধ্যে সম্পর্কের অচলাবস্থা তৈরি হয়। গণভোটে সংখ্যাগরিষ্ঠ মানুষ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে বলে কাতালান নেতারা দাবি করলেও সেটাকে অবৈধ বলছে স্পেনের কেন্দ্রীয় সরকার।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে পুজদেমন গত সপ্তাহে দেওয়া স্বাধীনতার ঘোষণা প্রত্যাহার করে না নিলে কাতালুনিয়ায় সরাসরি কেন্দ্রের শাসন চালুর ঘোষণা দিয়ে রেখেছিলেন প্রধানমন্ত্রী রাখয়।  ওই সময়সীমা পার হওয়ার পর রাখয় নিজের ঘোষণা বাস্তবায়নের পথে এগুচ্ছেন।