হিলারিকে প্রেসিডেন্ট চেয়ে রেকর্ড আবেদন
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2016 05:31 PM BdST Updated: 05 Dec 2016 12:34 PM BdST
মার্কিন ইলেকটোরাল কলেজ ভোটে নির্বাচিত ইলেকটররা যাতে ডোনাল্ড ট্রাম্পের বদলে হিলারি ক্লিনটনকে জয়ী করেন- সে আবেদন নিয়ে চেইঞ্জ ডটঅর্গ সাইটে একটি পিটিশন চালু হয়েছে। ইতোমধ্যে এই পিটিশনে স্বাক্ষরের সংখ্যা রেকর্ড গড়েছে।
সামাজ কর্মী ডেনিয়েল ব্রেজেনফ-এর চালু করা এই পিটিশনে ৪৬ লাখেরও বেশি স্বাক্ষর পড়েছে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট।
এর আগে পিটিশন পরিচালনাকারী এই সাইটে সবচেয়ে বড় পিটিশন ছিল চীনের কুকুরের মাংস খাওয়া উৎসব বন্ধের দাবিতে। ওই পিটিশনে তিন বছরে ২৬ লাখ স্বাক্ষর পড়েছিল।
ব্রেজনফ বলেন, “সংবিধানের জন্য ডোনাল্ড ট্রাম্প একটি বিপদ। আর ইলেকটরদের হাতে তাকে থামানোর ক্ষমতা রয়েছে।”
পপুলার ভোটে হিলারি ক্লিনটন জয়ী হওয়ায় তারই প্রেসিডেন্ট হওয়া উচিৎ বলে ওই পিটিশনে যুক্তি দেখানো হয়েছে। ১৯ ডিসেম্বর ‘নির্বচকরা’ যাতে তাদের অঙ্গরাজ্যের ভোট এড়িয়ে ক্লিনটনকে সমর্থন দেন- পিটিশনে সেই আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যের ভোট নতুন করে গণনা করতে প্রচেষ্টা শুরু করেন গ্রিন পার্টি-এর প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। তিনি উইসকনসিন, পেনিসিলভানিয়া আর মিশিগান অঙ্গরাজ্যের ভোট পুনরায় গণনা করার আহ্বানে ৯০ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছেন।
এ নিয়ে অনুরোধ করা হলেও ট্রাম্প আর ক্লিনটন-এর প্রচারণা সংস্থাগুলো থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রযুক্তি সাইটটি।
ট্রাম্পের নির্বাচন জয় নিয়ে চেইঞ্জ ডট অর্গ-এ ৬২৩৩টিরও বেশি পিটিশন রয়েছে।
-
যুক্তরাষ্ট্রে শিকাগোর কাছে কুচকাওয়াজে গুলি, নিহত ৬
-
লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
-
বিশ্বের সবচেয়ে বড় জলপদ্মের সন্ধান
-
লিবিয়ার তারহুনায় ১০০ গণকবর থাকতে পারে: জাতিসংঘ
-
ডেনমার্কে শপিংমলে গুলি: বন্দুকধারীর বিরুদ্ধে হত্যা মামলা
-
সিগারেট হাতে হিন্দু দেবী ‘কালী’, তথ্যচিত্রের পোস্টার ঘিরে ক্ষোভ
-
সমগ্র লুহানস্ক কব্জায়, মহাকাশেও উদ্যাপন রুশদের
-
ইতালিতে হিমবাহ ধস, নিহত ৬
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ