গুদাম ধ্বংসের স্য্যাটেলাইট ছবি দেখিয়ে ইউক্রেইন বলেছে, রাশিয়া ওই স্থান থেকে ইরানের তৈরি ড্রোন হামলা চালাত এবং ক্যাডেটদের প্রশিক্ষণ দিত।
Published : 23 Jun 2024, 08:20 PM
রাশিয়ার একটি ড্রোন ঘাঁটি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইউক্রেইন। স্যাটেলাইটে তোলা ছবিতে একটি গুদাম ধ্বংস হতে দেখা গেছে জানিয়ে ইউক্রেইন বলেছে, রাশিয়া ওই স্থান থেকে ইরানের তৈরি ড্রোন হামলা চালাত এবং ক্যাডেটদের প্রশিক্ষণ দিত।
বিবিসি জানায়, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাস্নোদার অঞ্চলে একটি বিমান ঘাঁটির কাছে ভয়াবহ বিস্ফোরণের খবর আসার পরই ইউক্রেইনের নৌ বাহিনী এসব ছবি পোস্ট করে।
রাশিয়া এখন পর্যন্ত এ বিস্ফোরণের খবর নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে শুক্রবার রাতে ওই অঞ্চলটিতে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে তারা।
ওদিকে, ইউক্রেইনের নৌ কর্মকর্তারা বলেছেন, তাদের চালানো হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোনের কয়েকজন প্রশিক্ষক এবং শিক্ষানবিশ ক্যাডেট নিহত হয়েছে। গত শুক্রবার রাতে এ হামলা চালানো হয়।
টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেইনের নৌ কর্মকর্তারা বলেন, এ অভিযান পরিকল্পিত ছিল এবং ইউক্রেইনের গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে তা চালানো হয়েছে।
রাশিয়ার ঘাঁটিটি অধিকৃত ইউক্রেইনীয় নগরী মারিউপোলের বিপরীতে আজভ সাগরে অবস্থিত। ছবিতে এমনটিই দেখা গেছে।
ফেইসবুকে এক পোস্টে ইউক্রেইনের নৌ কর্মকর্তারা লিখেছেন, “ক্রাস্নোদার অঞ্চলে গত ২১ জুন রাতে চালানো হামলায় শাহেদ-১৩৬/গেরান-২ গুদাম, পশিক্ষণ ভবন এবং এই ড্রোনগুলোর নিয়ন্ত্রণ ও যোগাযোগ কেন্দ্র ধ্বংস হওয়ার প্রমাণ দেখা গেছে নতুন স্যাটেলাইট ছবিতে।”
স্যোশাল মিডিয়ায় পোস্ট হওয়া ছবিতে দেখা গেছে, গত ১১ এপ্রিলে উত্তর ও দক্ষিণমুখী একটি সড়কে দুইপাশে দুটো বড় গুদামঘর। এরপর গত শনিবার তোলা ছবিতে দেখা যায়, সেই দুটো গুদামঘরের একটি পুরোপুরি ধ্বংস হয়েছে আর অপরটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
রাশিয়া বলছে, গত শুক্রবার তারা দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি সামরিক নিশানা এবং তেল শোধনাগারে ইউক্রেইনের হামলার সময় ১১৪ টি ড্রোন ভূপাতিত করেছে। ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত হওয়ার কথাও জানিয়েছেন কর্মকর্তারা। তবে তারা ড্রোন ঘাঁটিতে হামলার বিষয়ে কিছু বলেননি।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেইনে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে রাশিয়া। দুই দেশের লড়াইয়ে হতাহতের ঘটনাসহ ক্ষয়ক্ষতির নানা খবর পাওয়া যাচ্ছে। যুদ্ধ বন্ধের কোনও লক্ষণ এখনও নেই।