ইউক্রেইনের কিইভে ড্রোন হামলা শুরু রাশিয়ার

বাড়িঘরের ছাদে বুধবার হামলা হয়েছে। ক্ষতিগস্ত বাড়িঘরের দেয়ালের ফাঁক দিয়ে মাটিতে ড্রোনের সাদা লেজের অংশ দেখা গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2022, 01:53 PM
Updated : 14 Dec 2022, 01:53 PM

ইউক্রেইন যুদ্ধে রাজধানী কিইভে কয়েক সপ্তাহের মধ্যে বড় ধরনের ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া।

বাড়িঘরের ছাদে বুধবার হামলা হয়েছে। ক্ষতিগস্ত বাড়িঘরের দেয়ালের ফাঁক দিয়ে মাটিতে ড্রোনের সাদা লেজের অংশ দেখা গেছে।

তাতে লেখা ছিল এম৫২৯ গেরান-২ এবং হাতে লেখা বার্তা ‘ফর রায়াজান’, যা দৃশ্যত প্রতিশোধের বার্তা।

তবে নগরীর কর্মকর্তারা বলছেন, ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে মারাত্মক কোনও ক্ষতি হয়নি।

কিইভের মেয়র ভিতালি ক্লিশকো বলেছেন, কেন্দ্রীয় শেভচেঙ্কিভস্কি জেলা এবং দুটো প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বিমান হামলার সতর্কতা তিনঘণ্টা পর তুলে নেওয়া হয়।

রাশিয়া ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করছে বলে জানিয়েছেন ইউক্রেইনের কর্মকর্তারা।

কিইভের একটি জেলায় অধিবাসীরা বলেছেন, তারা ইরানের শাহেদ ড্রোনের শব্দ শুনেছেন। আর তাদের বাড়ির পাশেই একটি ভবনে শক্তিশালী বিস্ফোরণের শব্দ।

২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেইনে আগ্রাসন শুরু করেছে রাশিয়া। গত অক্টোবর থেকে তারা জ্বালানি অবকাঠামোয় হামলা চালাচ্ছে। ইউক্রেইনের গ্রিড অপারেটর জানিয়েছে, বুধবারের হামলায় জ্বালানি স্থাপনাগুলো কোনও ক্ষতির শিকার হয়নি।