অভিযোগে বলা হয়েছে, আইনগত দিক থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনি প্রচার তহবিল নিজের দখলে নিতে পারেন না কমলা হ্যারিস।
Published : 24 Jul 2024, 04:49 PM
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্পের শিবির মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনি তহবিল নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে।
হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনি প্রচারের কেন্দ্রীয় অর্থনৈতিক বিধি লঙ্ঘনের অভিযোগ করেছে তারা। বলা হয়েছে, আইনগত দিক থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনি প্রচার তহবিল নিজের দখলে নিতে পারেন না কমলা হ্যারিস।
ট্রাম্পের প্রচার শিবিরের জেনারেল কাউন্সেল ডেভিড ওয়ারিংটন নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। যুক্তি দিয়ে তিনি বলেছেন, বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর পর প্রচার শিবির তাদের কমিটির ‘বাইডেন ফর প্রেসিডেন্ট’ নাম পরিবর্তন করে ‘হ্যারিস ফর প্রেসিডেন্ট’ নামকরণ করতে পারে না।
বাইডেন সরে যাওয়ার পর খুব শিগগিরই বাইডেনের নির্বাচনি প্রচার তহবিলের সব ব্যাংক হিসাবের নিয়ন্ত্রণ চলে যায় হ্যারিসের কাছে। সোমবার রাতের মধ্যে হ্যারিস ডেমোক্র্যাটিক পার্টির বেশির ভাগ ডেলিগেটের (দলের প্রতিনিধি) সমর্থনও লাভ করেন।
আগামী মাসে অনুষ্ঠেয় ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে হ্যারিস মনোনীত হতে চলেছেন বলে জানিয়েছে তার শিবির।
ট্রাম্পের নির্বাচনি প্রচার শিবিরের অভিযোগ, কমলা হ্যারিস নির্লজ্জভাবে বাইডেনের নির্বাচনি তহবিলের অর্থ করায়ত্ব করেছেন।
এক প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে আরেক প্রেসিডেন্ট প্রার্থী সামান্য কিছু হলেও বেশি আর্থিক অনুদান পেয়ে গেছেন (যে বাড়তি তহবিল এসেছে- জো বাইডেনের নির্বাচনি প্রচারের আগের তহবিল থেকে হ্যারিসের নতুন প্রচারশিবিরে) বলেও অভিযোগ করা হয়েছে ট্রাম্প শিবিরের আট পাতার অভিযোগনামায়।
এতে বলা হয়, নিয়মানুযায়ী কেন্দ্রীয় প্রার্থীরা নির্বাচনে অংশ না নিলে তাদের নির্বাচনে এমন বাড়তি কোনও অবদান রাখা নিষিদ্ধ।
ট্রাম্প শিবিরের জেনারেল কাউন্সেল ওয়ারিংটন বলেছেন, “আমেরিকার ইতিহাসে নির্বাচনি প্রচার তহবিলের সবচেয়ে বড় লঙ্ঘনের পথে হাঁটছেন হ্যারিস।”