উত্তর কোরিয়ার অন্তত ১১ হাজার সেনা রাশিয়ায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৩ হাজারেরও বেশি সেনা যুদ্ধক্ষেত্রের সম্মুখসারির কাছাকাছি অগ্রসর হয়েছে।
Published : 30 Oct 2024, 06:14 PM
ইউক্রেইনে রাশিয়া বাহিনীর উত্তর কোরীয় সেনা মোতায়েনের বিষয়টির ওপর নজর রাখা এবং পরিস্থিতি বিচার-বিশ্লেষণের জন্য একটি সামরিক পর্যবেক্ষক দল পাঠানোর কথা ভাবছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্টের এক কর্মকর্তা একথা বলেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বুধবার সাংবাদিকদের বলেছেন, উত্তর কোরিয়ার অন্তত ১১ হাজার সেনা রাশিয়ায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৩ হাজারেরও বেশি সেনা যুদ্ধক্ষেত্রের সম্মুখসারির কাছাকাছি অগ্রসর হয়েছে।
তিনি বলেন, “পিয়ংইয়ং তাদের সেনাদের যুদ্ধে নামিয়ে রাশিয়াকে সহযোগিতা করার মধ্য দিয়ে আধুনিক যুদ্ধের অভিজ্ঞতার মূল্যবান শিক্ষা পাবে। আর এ বিষয়টি দক্ষিণ কোরিয়ার জন্য সরাসরি সামরিক হুমকি সৃষ্টি করছে। সুতরাং, মিত্র ইউক্রেইনের বিরুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের কার্যকলাপ পর্যবেক্ষণ ও বিচার-বিশ্লেষণ করতে আমরা বাধ্য।”
যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করতে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের ব্যাপক নিন্দা করেছে ইউক্রেইনের মিত্ররা।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা বলেছেন, গত সপ্তাহে উত্তর কোরিয়া সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ নিরাপত্তা সহযোগী সের্গেই শোইগু। আর কীভাবে এ সমালোচনার জবাব দিতে হবে তা নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে মস্কো সফর করছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই।
মঙ্গলবার ওয়াশিংটন বলেছে, উত্তর কোরিয়ার কিছু সেনা রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ছিল। আগস্টে সেখানে ঢুকে পড়ে আক্রমণ শানায় ইউক্রেইনের সেনারা। লড়াইয়ে শত শত বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয় তারা।