তিনজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়।
Published : 04 Jan 2025, 05:43 PM
দক্ষিণ কোরিয়ার দক্ষিণপশ্চিম উপকূলে পাথরের সঙ্গে ধাক্কা লেগে একটি মাছ ধরার নৌকা উল্টে যাওয়ার পর তিন আরোহীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে ২২ জন আরোহী ছিলেন।
কোস্টগার্ড ও অন্যান্য কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে প্রায় ১০টার দিকে দক্ষিণ জেওলা প্রদেশের সিনান কাউন্টির গাজেও দ্বীপের কাছে নৌকাটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে বলে খবর পায় তারা।
ঘটনাস্থলে গিয়ে তিনজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।
কোস্টগার্ড সাগর থেকে বাকি ১৯ জনকে ও নিকটবর্তী একটি উল্টে যাওয়া জলযান উদ্ধার করেছে। উদ্ধার পাওয়া লোকজনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কোরিয়া টাইমস।
ধারণা করা হচ্ছে, নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিলে জীবন বাঁচাতে এই মৎসজীবীরা সাগরে ঝাঁপ দেন।
কোস্টগার্ড প্রথমে ২১ জন আরোহী থাকার কথা জানালেও পরে জানতে পারে জাহাজটিতে ২২ জন ছিলেন।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমনকি প্রথমে নৌকায় থাকা মানুষের সংখ্যায় অসঙ্গতির পেছনের কারণও নির্ধারণ করার চেষ্টা করবে তারা। এদিকে উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, পেশাগত অবহেলার কারণে জলযানটির ক্যাপ্টেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।