গত চারমাস ধরে ভারতে ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের প্রাক-বিবাহ অনুষ্ঠানের পর এবার হচ্ছে মূল বিয়ের অনুষ্ঠান। জমজমাট এ অনুষ্ঠানের অতিথি তালিকাও চমকে দেওয়ার মতো।
Published : 12 Jul 2024, 07:09 PM
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের জমজমাট বিয়ের আসর বসছে শুক্রবার। গত চার মাস ধরে প্রাক-বিবাহ অনুষ্ঠান চলার পর এবার হচ্ছে মূল বিয়ের অনুষ্ঠান।
তাই এবার অতিথি তালিকাতেও আছে চমক। অতিথি হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ান এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও অতিথি তালিকায় আছেন বলে শোনা যাচ্ছে।
এছাড়াও শোনা যাচ্ছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন কেরি, সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের নাম।
কিম কার্দাশিয়ান তার বোন ক্লোয়েকে নিয়ে এরই মধ্যে মুম্বাই পৌঁছেছেন অনন্ত ও রাধিকার বিয়েতে যোগ দেওয়ার জন্য। তারা মুম্বাইয়ের তাজমহল হোটেলে থাকছেন। যেখানে কিম ও ক্লোয়েকে তিলক ও ফুলের মালা দিয়ে ভারতীয় রীতিতে স্বাগত জানানো হয়েছে।
আরও বেশ কিছু আন্তর্জাতিক তারকাও বিয়েতে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জন সিনা, মাইক টাইসন এবং জিন-ক্লদ ভ্যান ড্যামে। বৃহস্পতিবার প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকেও মুম্বইয়ে পৌঁছেছেন।
মুম্বইয়ের বান্দ্রা কুরলা সেন্টার (বিকেসি) এর জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে বিয়ের অনুষ্ঠান। ঐতিহ্যবাহী হিন্দু বৈদিক রীতিনীতি মেনে শুক্রবার (১২ জুলাই) সম্পন্ন হবে আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে। এরপর শনিবার, শুভ আশীর্বাদের মধ্য দিয়ে উৎসব উদযাপন হবে। আর ১৪ জুলাই হবে রিসেপশন পার্টি।
জামনগর থেকে ইতালি- অনন্ত আর রাধিকার এই বিয়ে উপলক্ষে গত মার্চ মাস থেকেই বেশ কয়েকটি জমকালো অনুষ্ঠান হয়েছে ভারত এবং ভারতের বাইরের বিভিন্ন জায়াগায়।
অনন্ত-রাধিকার এই প্রাকবিবাহ অনুষ্ঠানগুলোতে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছিলেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি।
কয়েক মাস ধরে জমকালো উদযাপনে মুম্বাইয়ে গত শুক্রবার নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে 'সেলিব্রেশন অব হার্টস' শিরোনামের সংগীতানুষ্ঠানে প্রথমেই মঞ্চ মাতিয়ে দেন কানাডিয়ান তরুণ শিল্পী জাস্টিন বিবার।
বিবারের গানের পর আম্বানিদের পারিবারিক নাচ এবং সালমান খান, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুরসহ বলিউডের আরো কয়েক তারকা নাচে-গানে আসরে আলো ছড়ান।
অনুষ্ঠানে মাথায় হ্যাট, সাদা গেঞ্জি এবং তার ওপর জ্যাকেট চাপিয়ে বিবারের ‘বেবি’ ও ‘পিচস’ গানের পারফরমেন্সের ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। এছাড়াও বিবার আরো গেয়েছেন ‘লাভ ইয়োরসেল্ফ’, ‘হোয়্যার আর ইউ নাউ’ এবং ‘নো ব্রেইনার’সহ আরো কয়েকটি গান।
অনুষ্ঠানে অংশ নেওয়া ১,২০০ অতিথির মধ্যে বিদেশি তারকা, রাজনীতিবিদ এবং মেটার মার্ক জাকারবার্গ এবং মাইক্রোসফ্টের বিল গেটসসহ অনেকেই তাবড় তারকারা উপস্থিত ছিলেন।
ফোর্বস ম্যাগাজিনের তথ্যানুযায়ী, ৬৬ বছর বয়সী মুকেশ আম্বানি বর্তমানে বিশ্বের দশম ধনী ব্যক্তি, যার মোট সম্পদের পরিমাণ ১১৫ বিলিয়ন ডলার।
১৯৬৬ সালে মুকেশের বাবার প্রতিষ্ঠিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটি বিশাল অংশ পেট্রোলিয়াম এবং খুচরা থেকে শুরু করে আর্থিক পরিষেবা এবং টেলিকম সেক্টর নিয়ে কাজ করে।
অনন্ত আম্বানি মুকেশের তিন সন্তানের মধ্যে সবার ছোট। এরা সবাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বোর্ডে রয়েছেন। ২৯ বছর বয়সী অনন্ত রিলায়েন্সের জ্বালানি ব্যবসার সঙ্গে জড়িত এবং রিলায়েন্স ফাউন্ডেশনের বোর্ডে রয়েছেন।
অনন্তর বিয়ের আয়োজন প্রসঙ্গে এয়ার চার্টার কোম্পানি ক্লাব ওয়ান এয়ারের প্রধান নির্বাহী রাজন মেহরা রয়টার্সকে বলেন, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের যাতায়াতের জন্য পরিবারটি তিনটি ফ্যালকন-২০০০ জেট বিমান ভাড়া করেছে।
তিনি বলেন, 'বিভিন্ন জায়গা থেকে অতিথিরা আসছেন এবং প্রতিটি বিমান সারা দেশে একাধিক ট্রিপ করবে।’
মুম্বাই এখন পুরোপুরি অতিথিমুখর। বিয়ের উৎসব শেষ না হওয়া পর্যন্ত নগরীর প্রধান রাস্তাগুলো দিনে কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
তবে এতে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নগরবাসীরা ট্র্যাফিক সমস্যার অভিযোগ করেছেন। শুক্রবার মুম্বাই তে ভারি বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানিও জমেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মুম্বাই পুলিশ এই বিয়েকে 'সার্বজনীন অনুষ্ঠান' বলে অভিহিত করেছে। কারণ বহু আন্তর্জাতিক ও ভারতীয় ভিআইপি বিয়েতে উপস্থিত থাকছেন।
আম্বানি দম্পতি এ বিয়েতে তাদের খরচ কত তা প্রকাশ করেনি। তবে বিবাহ আয়োজকদের হিসাব মতে, তারা এরই মধ্যে ১ হাজার ১ শ’ কোটি থেকে ১ হাজার ৩ শ’ কোটি রুপি খরচ করে ফেলেছেন।
নগর পুলিশ অনুষ্ঠানস্থলের চারপাশে ট্র্যাফিক বিধিনিষেধ আরোপ করেছে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কনভেনশন সেন্টারের আশপাশের রাস্তাগুলো ভারতীয় সময় দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত শুধু 'ইভেন্ট ভেহিকল'-এর জন্য খোলা থাকবে।
এই বিধিনিষেধগুলি নগরবাসীর মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। তারা বলেছেন, তারা ইতিমধ্যে ট্র্যাফিক জ্যাম এবং বর্ষার বন্যার সাথে লড়াই করছেন।