গাজায় ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত হতে বাধ্য করে ইসরায়েল কর্তৃপক্ষ যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ করেছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনটি।
Published : 14 Nov 2024, 10:08 PM
গত এক বছর ধরে গাজায় ইসরায়েলের নির্মম হামলায় যেমন হাজার হাজার মানুষ নিহত হয়েছে, তেমনি লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে বারবার জায়গা বদল করতে বাধ্য হয়েছে।
ফিলিস্তিনিদেরকে এভাবে বাস্তুচ্যুত হতে বাধ্য করে ইসরায়েল কর্তৃপক্ষ যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ করেছে বলে অভিযোগ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
হিউম্যান রাইটস ওয়াচের বিশ্লেষণ অনুযায়ী, “ব্যাপকভাবে লোকজনকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। রাষ্ট্রীয় নীতির আওতায় পরিকল্পনামাফিক একাজ করা হয়েছে। এ ধরনের কাজ মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল।”
ইসরায়েলি সামরিক বাহিনী বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ইসরায়েল কর্তৃপক্ষ এর আগেও এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। উল্টো তারা দাবি করে, তাদের সামরিক বাহিনী আন্তর্জাতিক আইন মেনে কাজ করছে।
সশস্ত্র সংঘাতে আইন অনুযায়ী, কোনও জায়গায় থাকা লোকজনকে জোর করে সেখান থেকে সরানো নিষিদ্ধ, যদি না তা ওই মানুষদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বা সামরিক কারণে অত্যাবশ্যক হয়।
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ওইদিন থেকেই গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, তখন থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ৪৩ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। গাজার ২৩ লাখ মানুষের বেশিরভাগকেই বারবার স্থান বদলাতে বাধ্য হতে হয়েছে।