তাজিকিস্তানের চীন সীমান্তের কাছে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্পের উপকেন্দ্রটি তাজিকিস্তানের গোর্নো-বাদাখশান অঞ্চলের নিকটবর্তী চীন সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে।

রয়টার্স
Published : 23 Feb 2023, 03:44 AM
Updated : 23 Feb 2023, 03:44 AM

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের চীন সীমান্তের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।

বৃহস্পতিবার চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে দেশটির ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারকে উদ্ধৃত করে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটের দিকে ভূমিকম্পটি হয়, এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের উপকেন্দ্রটি তাজিকিস্তানের গোর্নো-বাদাখশান অঞ্চলের নিকটবর্তী চীন সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে। ভূমিকম্পটি চীনের শিনজিয়াংয়ের পশ্চিমাঞ্চলীয় শহর কাশগর ও আর্তুক্সে প্রবলভাবে অনুভূত হয়েছে।

সিসিটিভির তথ্য অনুযায়ী, ভূমিকম্প উপকেন্দ্রের ৫ কিলোমিটারের মধ্যে ওই অঞ্চলের গড় উচ্চতা ৪৬৫৫ মিটার (সমুদ্র পৃষ্ঠ থেকে) ।