শ্রীনগরে শেষ হল রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’

এ পদযাত্রায় পাঁচ মাসে রাহুল ও তার দল চার হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2023, 04:42 PM
Updated : 30 Jan 2023, 04:42 PM

‘সমাজে ঘৃণা ও ভয়ের’ বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে একজোট করতে পাঁচ মাস আগে দক্ষিণের রাজ্য তামিল নাড়ুর কন্যাকুমারী থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে পদযাত্রা শুরু করেছিলেন তা জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে এসে সোমবার শেষ হয়েছে।

রাহুলের এই পদযাত্রা ভারত জুড়ে বেশ হইচই ফেলে দিতে সক্ষম হয়েছে। নানা ক্ষেত্রের তারকা ও জনপ্রিয় মানুষেরা তার পদযাত্রায় সামিল হয়েছেন।

তবে ভোটের ক্ষেত্রে এটা কতটা প্রভাব ফেলবে তা এখনো বুঝতে পারছেন না রাজনীতি বিশ্লেষকরা।

২০১৪ সালের জাতীয় নির্বাচন থেকে ভারতের রাজনীতিতে প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির অবস্থান দিন দিন নাজুকে থেকে নাজুকতর হয়েছে।

বিবিসি জানায়, সোমবার বিকালে শ্রীনগরের একটি স্টেডিয়ামে গিয়ে ওই পদযাত্রা শেষ হয়।

রাহুল এবং কংগ্রেস পার্টির বেশ কয়েকজন শীর্ষ নেতা মিছিলের নেতৃত্ব দেন। সেখানে বিরোধী দলগুলোর কয়েকজন নেতাকেও দেখা গেছে। যারা ঐক্য প্রদর্শনে ওই যাত্রায় অংশ নিয়েছেন।

সেখানে ভাষণে রাহুল বলেন, শ্রীনগরের স্থানীয় প্রশাসন থেকে তাকে পায়ে হেঁটে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, তার দিকে গ্রেনেড ছুড়ে মারা হতে পারে।

‘‘কিন্তু আমি পদযাত্রার উপরই জোর দিয়েছি। কারণ আমার পরিবার এবং মহাত্মা গান্ধী আমাকে ভয়হীনভাবে জীবনযাপন করতে শিখিয়েছেন। নতুবা সেটা (ভয় নিয়ে বাঁচা) কোনো জীবনই নয়।”

ওই অঞ্চলের মানুষের কাজ থেকে ‘হৃদয় নিংড়ানো ভালোবাসা’ পেয়েছেন বলেও জানান তিনি।

ভারত জোড়ো যাত্রায় পুরো দেশ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন বলে রোববার শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন রাহুল।

তিনি বলেন, ‘‘এই যাত্রার আরো একটি উদ্দেশ হচ্ছে, এদেশের মানুষ যেন দেশের সত্যিকারের কণ্ঠস্বর শুনতে পায়।

‘‘এই যাত্রায় আমরা ভারতের জনগণের সহনশীলতা ও শক্তিকে দেখেছি। দেশের কৃষক এবং বেকার যুবকরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন আমরা তাদের সেসব কথা শুনেছি।”

এই পদযাত্রার মাধ্যমে তিনি ভারতে একটি বিকল্প ধারার ধারণার বীজ বপণ করার চেষ্টা করছেন বলে গত বছর নভেম্বরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন কংগ্রেসের এই জ্যেষ্ঠ নেতা।

তিনি বলেছিলেন, ‘‘আরো বেশি বেশি কাজ করার মধ্য দিয়ে ভারতের বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে হঠানো সম্ভব।”

যদিও রাহুল এবং কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বার বার বলেছেন, তাদের এই পদযাত্রার সঙ্গে ভোটের রাজনীতির কোনো সম্পর্ক নেই।