ইউক্রেইন যুদ্ধ অবসানে প্রেসিডেন্ট পুতিন জলদি চুক্তি না করলে রাশিয়াকে নতুন শুল্ক ও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে- বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
Published : 23 Jan 2025, 01:11 AM
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ‘উদ্ভট’ ইউক্রেইন যুদ্ধ অবসানে চুক্তি না করলে রাশিয়াকে নতুন শুল্ক ও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
একদিন আগেই যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এ হুমকি দিলেন ট্রাম্প। স্যোশাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার ভাল সম্পর্ক আছে। কিন্তু জলদিই একটি চুক্তি না হলে অর্থনৈতিক দিক থেকে রাশিয়াকে নতুন করে শাস্তি দেবেন তিনি।
ট্রাম্পের এই হুমকির পর সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে রাশিয়ার উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, ক্রেমলিনের জানা দরকার যুদ্ধ অবসানের চুক্তিতে ট্রাম্প কী কী চান। তারপরই রাশিয়া চুক্তির পথে এগুবে।
বার্তা সংস্থা রয়টার্সকে পলিয়ানস্কি বলেন, “এটি নিছক যুদ্ধ অবসানের প্রশ্ন নয়। সবচেয়ে প্রথমে এবং সর্বাগ্রে এটি হচ্ছে ইউক্রেইন সংকটের মূল কারণের দিকে নজর দেওয়ার প্রশ্ন। সুতরাং, আমাদেরকে দেখতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পের বিচারবুদ্ধিতে এই চুক্তির মানে কী।”
পারিপার্শ্বিক কিছু পরিস্থিতির প্রেক্ষাপটে রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন চালিয়েছিল এবং তারপর দেশটির একটি অংশ, ক্রিমিয়া উপদ্বীপ, ২০১৪ সালে নিজেদের ভূখন্ডের সঙ্গে জুড়ে নিয়েছে। তারপর ২০২২ সালে ইউক্রেইনে পূর্ণ -মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া।