ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন কমান্ডের শিলং সদরদপ্তর জানায়, তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সচল করেছে।
Published : 20 Nov 2023, 03:00 PM
ভারতের মণিপুর রাজ্যের ইম্ফল বিমানবন্দরের কাছে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও দেখা গেছে, এমন খবর পেয়ে সেদিকে ছুটে যায় দেশটির দুটি রাফাল জঙ্গি বিমান।
রোববার দুপুর প্রায় আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে বলে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে । এতে কয়েকটি বাণিজ্যিক ফ্লাইটের সূচি বিঘ্নিত হয়।
ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা এএনআইকে বলেছেন, “ইম্ফল বিমানবন্দরের কাছে ইউএফও দেখা গেছে, এমন খবর পাওয়ার পরপরই সেটির খোঁজে কাছের একটি বিমান ঘাঁটি থেকে একটি রাফাল জঙ্গি বিমান ছুটে যায়। অত্যাধুনিক সেন্সরে সজ্জিত বিমানটি ইউএফওর খোঁজে ওই এলাকায় নিচু দিয়ে উড়ে গেলেও সেখানে কিছু পায়নি।”
তারা জানান, প্রথম জঙ্গি বিমানটি ফিরে আসার পর আরেকটি রাফাল জঙ্গি বিমান ওই এলাকায় পাঠানো হয়, কিন্তু সেখানে কোনো ইউএফও দেখা যায়নি।
তারা বলেন, “ইম্ফল বিমানবন্দরের উপরে ইউএফওর ভিডিও ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো সেটির বিস্তারিত বের করার চেষ্টা করছে।”
ইম্ফল বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচলের সবুজ সংকেত দেওয়ার কিছুক্ষণ পর ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন কমান্ডের শিলং সদরদপ্তর জানায়, তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সচল করেছে।
সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে ভারতের ইস্টার্ন কমান্ড বলেছে, “ইম্ফল বিমানবন্দর থেকে পাওয়া ভিজ্যুয়াল ইনপুটের ভিত্তিতে আইএএফ তাদের বিমান প্রতিরক্ষা পদ্ধতি সচল করেছে। তবে তারপর থেকে ওই ছোট বস্তুটি আর দেখা যায়নি।”
ভারতীয় বিমান বাহিনীর রাফাল জঙ্গি বিমান পশ্চিমবঙ্গের হাশিমারা বিমান ঘাঁটিতে মোতায়েন করা আছে। সেগুলো ভারতের পূর্বাঞ্চলীয় চীন সীমান্ত বরাবর বিভিন্ন বিমান ঘাঁটিতে প্রায়ই উড়ে যায়।