ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী বলেছে, অ্যালেনবি সেতু পারাপার এলাকায় গুলির ঘটনায় তিন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
Published : 08 Sep 2024, 05:37 PM
অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডানের মধ্যকার সীমান্তে হামলায় তিন ইসরায়েলি নিহত হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।
ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) বলেছে, অ্যালেনবি সেতু পারাপার এলাকায় গুলির ঘটনায় তিন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
বন্দুকধারী এক হামলাকারী জর্ডানের দিক থেকে একটি ট্রাকে করে ওই এলাকায় আসে। এরপর ট্রাক থেকে নেমে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। দুইপক্ষের গোলাগুলিতে হামলাকারীসহ তিন বেসামরিক ইসরায়েলিও নিহত হয়।
ভিডিও ফুটেজে হামলাকারীকে সেতুর টার্মিনালের দিকে হেটে আসতে এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ওপর তিনবার গুলি চালাতে দেখা গেছে। ইসরায়েলি গণমাধ্যমে চিকিৎসাকর্মীদের বরাত দিয়ে বলা হয়েছে, নিহত তিনজনের বয়স ৫০ বছরের কোঠায়।
জর্ডান জানিয়েছে, হামলার পর তারা সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখছে। হামলার ঘটনার পর জর্ডানের সঙ্গে ইসরায়েলের সব স্থল ক্রসিংও বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, যে সীমান্ত পারাপার এলাকায় ঘটনাটি ঘটেছে, সে এলাকাটি কিং হুসেইন ব্রিজ নামেও পরিচিত। আম্মান এবং জেরুজালেমের মাঝ রাস্তায় এর অবস্থান। জর্ডান এবং পশ্চিম তীরের মধ্যকার একমাত্র সরকারি ক্রসিং পয়েন্ট এটি।
তাছাড়া, এটিই পশ্চিম তীরে ঢোকার একমাত্র সীমান্ত পারাপারস্থল যেটি ইসরায়েলের ভেতর দিয়ে যায়নি। জর্ডানের রাষ্ট্র-পরিচালিত বার্তা সংস্থা পেত্রা বলেছে, ইসরায়েলি বাহিনী এই এলাকায় তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে।