তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
Published : 16 Sep 2024, 10:09 PM
দক্ষিণ কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলে মাছ ধরার একটি নৌকা ডুবে তিন জনের মৃত্যু হয়েছে।
কোরিয়ান সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
রয়টার্স জানায়, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৬ মিনিটে উত্তর জিওলা প্রদেশের গুনসান শহরের কাছে ৩৫ টন ওজনের মাছ ধরার নৌকাটি ডুবে যায়।
নিহতদের মধ্যে দুজন দক্ষিণ কোরিয়ার ও একজন ইন্দোনেশীর নাগরিক। নৌকার আরও পাঁচ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইয়োনহাপ।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল সকালে দুর্ঘটনার খবর জানার পর উদ্ধার অভিযানে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।