“থাকসিন দেশ ও জনগণের জন্য ভালো কাজ করেছেন। তিনি রাজতন্ত্রের প্রতিও অনুগত।”
Published : 05 Oct 2023, 02:17 PM
স্বেচ্ছা নির্বাসনে ১৫ বছর বিদেশে থাকার পর দেশে ফিরে আসা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সাজা ৮ বছর থেকে কমিয়ে ১ বছর করেছেন রাজা মাহা ভাজিরালংকর্ণ।
থাকসিন রাজকীয় ক্ষমার জন্য অনুরোধ জানানোর পরপরই রাজা তাতে সাড়া দিয়েছেন। শুক্রবার প্রকাশিত রয়াল গেজেটে থাকসিনের বয়স এবং অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে।
সেখানে বলা হয়, “থাকসিন দেশ ও জনগণের জন্য ভালো কাজ করেছেন। তিনি রাজতন্ত্রের প্রতিও অনুগত।”
[প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0UVGCoSYHwZEyHVyHU79RJmcEZBtbZfvuiLNZ4evodpnDmC9359QUNShDvhKGgR8Rl