ক্রেন দিয়ে নির্দিষ্ট স্থানে বসানোর পর মহাসড়কটির সেতুকে ধরে রাখা পাঁচটি ৫০ মিটারের কাঠামো পরপর ধসে পড়ে।
Published : 25 Feb 2025, 02:12 PM
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে একটি এলাকায় নির্মাণাধীন মহাসড়ক সেতুর কাঠামো ধসের ঘটনায় অন্তত চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৯ মিনিটে সিউল থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে আনসেয়ংয়ে দুর্ঘটনাটি ঘটে। এ সময় মহাসড়কটির সেতুকে ধরে রাখা পাঁচটি ৫০ মিটারের (১৬৪ ফুট) কাঠামো পরপর ধসে পড়ে। একটি ক্রেন দিয়ে নির্দিষ্ট স্থানে বসানোর পর কাঠামোগুলো ভেঙে পড়ে।
আনসেয়ংয়ে দমকল কর্মকর্তা কো কিয়ং-ম্যান জানান, চীনের দুই নাগরিকসহ চারজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক। তাদের মধ্যে চীনের আরেক নাগরিক আছেন।
টেলিভিশনে সম্প্রচারিত এক ব্রিফিংয়ে কো বলেন, “তারা সেতুতে একটি পাটাতন স্থাপনের কাজ করছিলেন। যে ১০ জন হতাহত হয়েছেন তারা সবাই ওই পাটাতনের ওপরে ছিলেন। পাটাতনটি ধসে পড়ার সময় তারা নিচে পড়ে যান।”
রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের মহাসড়ক সেতুর স্তম্ভগুলোর নিচে খণ্ড খণ্ড হয়ে যাওয়া কংক্রিটের স্লাব ও দুমড়েমুচড়ে যাওয়া ধাতুর কাঠামোগুলো পরীক্ষা করতে দেখা গেছে।
দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক কেউ নিখোঁজ থাকলে তাকে উদ্ধারে এবং আরও ক্ষয়ক্ষতি এড়াতে সুরক্ষা পদক্ষেপ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বলে তার দপ্তর জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সম্প্রচারমাধ্যম ওয়াইটিএন দুর্ঘটনাটির একটি ভিডিও সম্প্রচার করেছে, যেখানে একটি উঁচু সেতুর পাটাতন ধসে পড়তে দেখা গেছে।
দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তারা তদন্তের জন্য ঘটনাস্থলে কর্মকর্তাদের একটি দল পাঠিয়েছে।
দমকল সংস্থা জানিয়েছে, তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য তারা তিনটি হেলিকপ্টার ও প্রায় ১৫০ জন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছে।