৭ বছর পর অস্ট্রেলীয় চিকিৎসককে মুক্তি দিল আল-কায়দা

ডা. কেনেথ এলিয়ট ও তার স্ত্রীকে ২০১৬ সালে বুরকিনা ফাসোর সীমান্তবর্তী একটি শহর থেকে অপহরণ করা হয়।

নিউজ ডেস্ক
Published : 19 May 2023, 12:50 PM
Updated : 19 May 2023, 12:50 PM

আল-কায়দা ৮৮ বছর বয়সী অস্ট্রেলীয় চিকিৎসক কেনেথ এলিয়টকে সাত বছরের বেশি সময় ধরে পশ্চিম আফ্রিকায় জিম্মি করে রেখেছিল।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুক্রবার এলিয়টের মুক্তির খবর প্রকাশ করে জানায়, তিনি নিরাপদ এবং সুস্থ আছেন, পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।

বিবিসি জানায়, ডা. এলিয়ট ও তার স্ত্রীকে ২০১৬ সালে মালি ও বুরকিনা ফাসো মধ্যবর্তী সীমান্তের কাছ থেকে অপহরণ করা হয়। সেখানে প্রায় ৪০ বছর ধরে তারা একটি ক্লিনিক চালিয়ে আসছিলেন।

পরে আল-কায়দা ইন দ্য ইসলামিক মাগরেব (একিউআইএম) এ দম্পতিকে অপহরণের দায় স্বীকার করে।

স্থানীয়দের রোষের মুখে ‍অপহরণের তিন সপ্তাহ পর এলিয়টের স্ত্রী জোসেলিনকে ছেড়ে দেওয়া হয়।

জোসেলিনকে মুক্তি দেওয়া প্রসঙ্গে সে সময় একিউআইএম বলেছিল, তাদের নেতারা নারীদের যুদ্ধে সামিল না করার ‘নির্দেশনা’ দিয়েছেন।

এলিয়টের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘৮৮ বছর বয়সে এবং অনেক বছর ধরে পরিবার থেকে দূরে থাকা ডা. এলিয়টের এখন বিশ্রাম ও নিজেকে পুনরায় ফিরে পেতে সময় ও ব্যক্তিগত গোপনীয়তা প্রয়োজন। আমরা বিষয়টি বোঝার জন্য এবং সমবেদনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি।”

অস্ট্রেলিয়ার পার্থের বাসিন্দা ডা. এলিয়ট এবং তার স্ত্রী বুরকিনা ফাসোর শহর ডিজবোতে ১২০ শয্যার একটি ক্লিনিক পরিচালনা করতেন। যেখানে এলিয়ট ছিলেন একমাত্র সার্জন।

তাদের অপরহরণ করার পর স্থানীয় লোকজন তাদের মুক্তির দাবিতে ফেসবুকে ক্যাম্পেইন শুরু করেন।

একিউআইএম এবং উত্তর ও পশ্চিম আফ্রিকায় সক্রিয় অন্যান্য জঙ্গিদলগুলো দীর্ঘদিন ধরে অর্থের জন্য লোকজনকে অপরহণ করে মুক্তিপণ আদায় করে।