প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় আরও ১০ অভিবাসী আহত হয়েছে।
Published : 03 Oct 2024, 07:19 PM
মেক্সিকান সেনারা একটি পিক-আপ ট্রাকে ভ্রমণকারী ৩৩ জন অভিবাসীর একটি দলকে লক্ষ্য করে গুলি চালালে ছয় অভিবাসীর মৃত্যু হয়। ট্রাকটি সামরিক টহল এড়িয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিল। প্রতিরক্ষামন্ত্রণালয় একথা জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় আরও ১০ অভিবাসী আহত হয়েছে।
নিহতদের মধ্যে মিশরীয়, নেপালি, কিউবান, ভারতীয় ও পাকিস্তানের নাগরিক রয়েছে। যদিও বিবৃতিতে নিহতদের জাতীয়তা নির্দিষ্ট করে বলা হয়নি।
মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি ঘটে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার আগে। সে সময় সেনাবাহিনীর টহল দল গুয়াতেমালা সীমান্তের তাপাচুলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে হুইক্সতলা শহরের কাছে একটি হাইওয়েতে টহল দিচ্ছিল।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সেনারা বিস্ফোরণের শব্দ শুনার পরে দুই কর্মকর্তা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই চার অভিবাসী নিহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
এই মৃত্যুতে অভিবাসীদের প্রতি মেক্সিকোর নীতির পাশাপাশি দেশের নিরাপত্তায় সেনাবাহিনীর ক্রমবর্ধমান ভূমিকার উপর নতুন করে আলোচনায় নিয়ে আসে৷
"এই ঘটনাগুলো আকস্মিক বা বিচ্ছিন্ন নয়, এগুলো মেক্সিকো রাষ্ট্র যে নিয়ন্ত্রণমূলক অভিবাসন নীতি বাস্তবায়ন করে যাচ্ছে তারই ফল," এক বিবৃতিতে বলেছে অ্যাডভোকেসি ও সুশীল সমাজের সংগঠনগুলোর সংগঠন কালেক্টিভ ফর দ্য মনিটরিং অব দ্য সাউদার্ন বর্ডার।
অর্থনৈতিক দুরবস্থা ও সহিংসতা থেকে বাঁচতে সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করা রেকর্ড সংখ্যক অভিবাসীর সংখ্যা কমাতে মেক্সিকোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে।