মুহাম্মদ ইউনূসকে ‘জাতির কারিগর’ আখ্যা দিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে নেচার।
Published : 11 Dec 2024, 01:15 AM
বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘নেচার ম্যাগাজিনের’ বর্ষসেরা ১০ ব্যক্তির তালিকায় রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নাম।
বিজ্ঞান, প্রযুক্তি, ওষুধ ও প্রকৌশলের পাশাপাশি বৈশ্বিক গঠনে গবেষকদের ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রতিবছর সেরা ১০ জনকে নিয়ে ‘নেচার’স ১০’ তালিকা করে যুক্তরাজ্যভিত্তিক এ সাময়িকী। ২০২৪ সালের এ তালিকা তারা সোমবার প্রকাশ করেছে।
নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে ‘নেশনস বিল্ডার’ বা ‘জাতির কারিগর’ আখ্যা দিয়ে তার সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে নেচার।
সাময়িকীটি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে ‘বৈপ্লবিক অর্থনীতিবিদ থেকে বাংলাদেশের নেতা’। এতে বাংলাদেশের সরকার পতন থেকে শুরু করে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আসার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।
নেচার লিখেছে, “কয়েক সপ্তাহের প্রাণঘাতী বিক্ষোভে গত অগাস্টে পতন হয় বাংলাদেশের স্বৈরাচার সরকারের। এরপর ওই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দাবি ছিল একটাই- জাতির নেতৃত্ব দেওয়ার জন্য নোবেলজয়ী অর্থনীতি মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানাও।
“দেশের নেতৃত্ব দেওয়ার কাজটি ইউনূসের জন্য সবচেয়ে চ্যালেঞ্জের। ছয় দশকের পেশাজীবনে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের ধারণা, তত্ত্ব দিয়ে খ্যাতি পেয়েছেন। ইউনূসকে যারা চেনেন তাদের মতে, সিদ্ধান্ত জানানোর ক্ষেত্রে তিনি গবেষণা ব্যবহার করেন এবং সমস্যা সমাধানে আগে সিস্টেম বা প্রক্রিয়াটা বোঝেন।
“ইউনূসের সঙ্গে তিন দশক ধরে কাজ করা অ্যালেক্স কাউন্ট বলছেন, বয়স আশি হলেও তার কর্মোদ্দীপনা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য বেশ ভালো। তার সমানুভূতি রয়েছে, ভালো যোগাযোগকারীও।”
মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণের ধারণা এবং সমাজে দারিদ্র্য বিমোচনে এর ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
সেইসঙ্গে গণআন্দোলনে সরকার পতন এবং মুহাম্মদ ইউনূসের দায়িত্বগ্রহণ ও সংস্কার কার্যক্রমের কথাও উঠে এসেছে এতে।
গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন পরে রূপ নেয় সরকার পতনের এক দফার আন্দোলনে। ছাত্র-জনতার সেই তুমুল আন্দোলনে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সরকারপ্রধান শেখ হাসিনা।
এরপর ছাত্রদের দাবি অনুযায়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাল ধরেন মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করছে তার সরকার।