রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বৈঠক আয়োজনের বিষয়ে কোনও অনুরোধ মস্কো পায়নি।
Published : 10 Jan 2025, 07:58 PM
যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার নিজের এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের আয়োজন চলছে বলে বৃহস্পতিবার দাবি করেছেন। তবে এমন দাবি অস্বীকার করেছে রাশিয়া।
রুশ ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানায়, পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বৈঠক আয়োজনের বিষয়ে কোনও অনুরোধ মস্কো পায়নি।
২০ জানুয়ারিতে ট্রাম্পের শপথ অনুষ্ঠান এগিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে তার বাছাই করা মন্ত্রী ও উপদেষ্টারাসহ পুতিন এবং ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কিও চার বছরের দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে শান্তি আলোচনা শুরুর জন্য প্রস্তুত হচ্ছে।
যুক্তরাষ্ট্রে গতবছর নভেম্বরের নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্প জয়ী হলে নিমেষেই ইউক্রেইনে শান্তি প্রতিষ্ঠা করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আর এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের শপথ নিতে আর মাত্র কয়েকদিন বাকি থাকার মধ্যেই তিনি পুতিনের সঙ্গে নিজের বৈঠকের আয়োজন চলার কথা বললেন।
বৃহস্পতিবার ফ্লোরিডা রাজ্যের পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “তিনি (পুতিন) সাক্ষাৎ করতে চান এবং আমরা বৈঠক আয়োজন করছি।”
ট্রাম্প আরও বলেন, “প্রেসিডেন্ট পুতিন বৈঠক করতে চান। এমনকি তিনি এ কথা প্রকাশ্যেও বলেছেন। আমাদেরকে এই যুদ্ধের অবসান ঘটাতেই হবে, এ এক রক্তপাত।”
এর মাত্র দু'দিন আগে ৭ জানুয়ারি ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প নির্দিষ্ট কোনও তারিখ জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
তবে তিনি বলেছিলেন, “আমি জানি পুতিন দেখা করতে চান। আমি মনে করি না ২০ জানুয়ারির পর দেখা করা সমীচীন হবে। কারণ, প্রতিদিন অনেক তরুণ মারা যাচ্ছে, এটা বন্ধ করা উচিত। আমি খুবই বিরক্ত।”
নিউজউইক লিখেছে, পুতিনের সঙ্গে বৈঠক আয়োজন নিয়ে ট্রাম্পের কথার প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ৯ জানুয়ারিতে বলেছেন, “না, এমন কোনও অনুরোধ ছিল না। তাছাড়া,স্পষ্টতই কিছু কারণবশত নতুন মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ পর্যন্ত অপেক্ষা করাটাই সম্ভবত আরও সমীচীন হবে।
“(ট্রাম্প) দায়িত্ব নেওয়ার পরও যদি সর্বোচ্চ পর্যায়ে আলোচনা শুরুর রাজনৈতিক সদিচ্ছা থাকে, তাহলে অবশ্যই একমাত্র পুতিনই একে স্বাগত জানাবেন। তিনি বারবারই সংলাপের জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়ে এসেছেন এবং সংলাপের প্রয়োজনীয়তার কথা বলেছেন।”
ট্রাম্প শিবির এবং রাশিয়ার কথার মধ্যে বৈপরীত্যর সর্বসাম্প্রতিক দৃষ্টান্ত এটি। এর আগে ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পরপরই একই ধরনের বৈপরিত্য দেখা গিয়েছিল।
ওই সময় ট্রাম্প বলেছিলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন। ইউরোপে শান্তির লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন এবং তাকে যুদ্ধ না বাড়ানোর কথা বলেছেন।
তবে এই ফোনালাপের বিষয়টি প্রত্যাখ্যান করে পুতিনের মুখপাত্র পেসকভ বলেছিলেন, “এই খবর সম্পূর্ণ মিথ্যা। এটি পুরোপুরি গালগল্প। এটি স্রেফ ভুয়া তথ্য। কোনও ফোনালাপ হয়নি।”
এমনকি, দুই নেতা শিগগিরই বৈঠক করবেন কিনা জানতে চাইলে তিনি বলেছিলেন, “এখনও কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।”
আর এবার ট্রাম্প-পুতিন বৈঠক আয়োজন নিয়ে ক্রেমলিনের ভিন্ন বক্তব্য ইউক্রেইন সংঘাত নিরসনের উপায় নিয়ে রুশ ও ভাবি মার্কিন নেতাদের দৃষ্টিভঙ্গিতে বিভক্তির লক্ষণ হতে পারে। এমনকি ট্রাম্পের অবিলম্বে ইউক্রেইন যুদ্ধ শেষ করার সক্ষমতা নিয়ে যে আশা আছে তা ক্ষুন্ন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ট্রাম্পের অবিলম্বে ইউক্রেইন যুদ্ধশেষের পরিকল্পনা এরই মধ্যে তার নিজের নিয়োগ করা কর্মকর্তাদের কাছেই প্রশ্নসাপেক্ষ হয়ে উঠতে শুরু করেছে।