আইন অঙ্গন, সাংবাদিকতার মত পেশায় নারীরা কাজের গুনগত মান দিয়ে সমান তালে কাজ করে যাচ্ছে বলে মত আইনজীবী-সংবাদ উপস্থাপক-রাজনীতিক নেহরীন মোস্তফার। শক্তিশালী এইচআর নীতির কারণে কর্পোরেট দুনিয়ায়ও নারীর প্রতি বৈষম্য করে কেউ এখন আর সহজে পার পায় না বলে মনে করেন তিনি। রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নানা পদক্ষেপের কথাও বলেছেন নেহরীন।
Published : 31 Dec 2019, 10:22 AM