অনেক প্রতিষ্ঠানে নারী সুরক্ষার যথাযথ ব্যবস্থা নেই। যেখানে নীতিগতভাবে প্রতিষ্ঠান নারীকে সুরক্ষা দিতে চায়-সেখানেও সবার মানসিকতা না বদলানোয় লক্ষ্য অর্জন করা যায় না। 'নিপীড়ন রুখতে সমতা' শীর্ষক লাইভ আলোচনায় কথা বলেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা।
Published : 18 Dec 2019, 04:50 PM