Published : 07 Apr 2018, 08:56 AM
ভাসমান ডকইয়ার্ড। নারায়ণগঞ্জ বন্দর থানাধীন চৌরাপাড়া গুদারা ঘাট সংলগ্ন শীতলক্ষ্যায় এর অবস্থান। বহু বছর ধরে শীতলক্ষ্যার বুকে ভেসে আছে ডকইয়ার্ডটি। ভিডিওটি গতকাল শুক্রবার (৬ এপ্রিল) মোবাইল দিয়ে ধারণ করেছি। সাথে ছিলেন ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্মানিত লেখক জাকির হোসেন এবং তার এক বন্ধু।