রাষ্ট্রসংস্কারে ‘সুলতানার স্বপ্ন’
রাষ্ট্রসংস্কার কোথায় কোথায় হওয়া প্রয়োজন— শিক্ষায়, স্বাস্থ্যে, শিশুকল্যাণে, বাণিজ্যেসহ রাষ্ট্রব্যবস্থার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে। আশ্চর্য হলো, এর অনেককিছুই আলোচিত হয়েছে ‘সুলতানার স্বপ্ন’ গল্পের বইটিতে। আমাদের বর্তমান রাষ্ট্রসংস্কারের উদ্যোগীরাও সেজন্য রোকেয়ার বইটা আবার পড়ে দেখতে পারেন।