কমলা হ্যারিস: জাতি ও লিঙ্গপরিচয় চ্যালেঞ্জ নাকি সুযোগ?
ভারতীয় মা ও জামাইকান বাবার সন্তান কমলা হ্যারিস এই মুহূর্তে সম্ভবত যুক্তরাষ্ট্রের বৈচিত্র্যময় বা কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর সবচেয়ে আলোচিত প্রতিনিধি। এই পরিচয় তাকে যুক্তরাষ্ট্রের বহুবিতর্কিত ‘হোয়াইট সুপ্রিমেসি’র সামনে চ্যালেঞ্জের মুখে ফেলছে।