পুকুর বোজালে আকাশ আর চোখের জলে ভাসে না
সরকারি বেসরকারি সব পুকুর ভরাটের একটা নীতিমালা ব্রিটিশ আমল থেকেই আছে। ২০০০ সালে সরকার এ নীতিমালাকে আধুনিকীকরণ করেছে। তিন শতক আয়তনের বেশি জলাশয় এই আইনের আওতায় রাখা হয়েছে। এ নীতিমালা অনুসারে সরকারি ও বেসরকারি মালিকানাধীন কোনো পুকুর ইচ্ছা করলেই ভরাট করা যাবে না।