‘অ্যাপল ১’ কম্পিউটার নিলামে

তিন থেকে পাঁচ লাখ ডলারের মধ্যে বিক্রি হতে পারে অ্যাপলের তৈরি প্রথম ব্যাচের কম্পিউটারটি।

সাদ আব্দুল ওয়ালীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2013, 06:11 AM
Updated : 26 June 2013, 06:11 AM

অ্যাপল কর্পোরেশনের ৩৭ বছরের পুরনো ‘অ্যাপল ১’ কম্পিউটার নিলামে উঠল। সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রিস্টির নিলাম হাউজের অনুমান ওই কম্পিউটারটির দাম তিন লাখ থেকে পাঁচ লাখ ডলারের মধ্যে হতে পারে।

এর আগে মে মাসে একটি জার্মান নিলাম হাউজে ‘অ্যাপল ১’ কম্পিউটার ছয় লাখ ৭১ হাজার ডলারে বিক্রি হয়েছে। গত বছর আরও একটি বিক্রি হয় তিন লাখ ৭৪ হাজার পাঁচশ’ ডলারে।

স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক ১৯৭৬ সালে প্রায় ২০০ অ্যাপল ১ তৈরি করেছিলেন। ওই কম্পিউটারগুলোর প্রতিটির সার্কিট ওজনিয়াক নিজে সার্কিট বোর্ড ঝালাই করে তৈরি করেছিলেন।

“আমরা ২৫টির মতো কম্পিউটার বাদে বাকি সব বিক্রি করতে পেরেছিলাম”- এক সাক্ষাৎকারে বলেছিলেন স্টিভ ওজনিয়াক।

অ্যাপলের ঐতিহ্যবাহী ‘অ্যাপল ১’ কম্পিউটার অনেকেই স্মৃতি হিসেবে রাখতে ইচ্ছুক। ১৯৭৬ সালে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক একটি গ্যারেজে অ্যাপল প্রতিষ্ঠা করেন। আর সে বছরেই ‘অ্যাপল ১’ কম্পিউটার বাজারে ছাড়া হয়।                

জুলাই ৮ পর্যন্ত অ্যাপল ১-এর এবারের নিলাম চলবে।